ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি ::accident-1

চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন অজ্ঞাতনামা নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর দু’জন হলেন অটোরিকশার চালক আবছার ও মোজাম্মেল নামের এক ব্যক্তি।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক হাটহাজারীগামী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার আরোহী দু’জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।

পাঠকের মতামত: