ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে টেকনাফ যুবদলের বিক্ষোভ

বার্তা পরিবেশক ::: 02

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক এড.হাসান সিদ্দিকী ও টেকনাফ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোহাম্মদ কাইয়ুমের নেতৃত্বে বিশাল মিছিল টেকনাফ শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। ৮ মার্চ বুধবার সকাল ১০ টায় টেকনাফ পৌর শহরের দ্বীপ প্লাজা চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক আবছার কামাল নোবেল, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন, হ্নীলা ইউনিয়ন যুবদল (দঃ) শাখার আহবায়ক ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দীন আহমদসহ শত শত নেতাকর্মী।  বিক্ষোভ মিছিলোত্তর পথসভায় বক্তরা – বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেন। অন্যথায় বৃহত্তর কর্মসুচির হুশিয়ারী উচ্চারণ করেন।

পাঠকের মতামত: