ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কারাগারে নিজামীর পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।

দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে স্বজনরা কারাগারের ভেতরে ঢুকেছেন। স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতিরা রয়েছেন।

শেষবারের মতো মঙ্গলবার ৭টা ৫০ মিনিটে কারাগারে পৌঁছেন তারা।

এদিকে, মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে কাশিমপুর কারাগার থেকে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজুকে কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, “নিজামী এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। না করলে যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।”

কবে ফাঁসি কার্যকর হবে- এমন প্রশ্নে তিনি বলেন, “সরকার প্রস্তুত। ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন।”

পাঠকের মতামত: