চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজী পাড়ায় রোববার ভোরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী দু’জন নিহত হয়েছে। নিহতদের নাম মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, গভীর রাতে আগুন লাগায় ঘর থেকে দ্রুত বের হতে না পারায় গুরুতর আহত হয় সৈয়দ আহমদ ও রীণা আক্তার। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত: