ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগে যোগ দেয়া স্বতন্ত্র এমপি ও সচিবদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

01অনলাইন ডেস্ক :::

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ৯ স্বতন্ত্র সংসদ সদস্য ও তিন মন্ত্রাণালয়ের সচিব। 

শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

এ সময় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছায়েম উদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্যা, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কুমল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল হারুন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাজী ফকুরুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

অন্য দিকে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ ব্যাপারে অপরূপ চৌধুরী  বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি তার মন্ত্রনালয়ের একটি প্রকল্প পরিদর্শন করেন।বাসস

পাঠকের মতামত: