ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ

অনলাইন ডেস্ক :: বিভিন্ন স্থললবন্দরে আটকে থাকা ভারতের পেঁয়াজ অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজের ট্রাক। সোনামসজিদ দিয়ে দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯ টন পেঁয়াজ দেশে ঢুকেছে।

এছাড়া, প্রবেশের অপেক্ষায় আছে হিলি স্থল বন্দরের ট্রাকগুলোও। এই বন্দর দিয়ে পেঁয়াজ ঢোকার সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এখনও ভারতের বন্দরে তিনশ’র বেশি ট্রাক আটকে থাকায় গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা এমন তথ্য জানা গেছে ট্রাক চালকদের কাছ থেকে।

এদিকে, পেঁয়াজ আমদানীকারক হারুনুর রশিদ জানান, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত আগের খোলা ঋণপত্রের বিপরীতে যে পরিমাণ পেঁয়াজের টেন্ডার হয়েছে সেগুলোই প্রবেশের অনুমতি পাবে। তবে গরমের কারলে ২শ’ ট্রাকভর্তি পেঁয়াজ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ট্রাকচালক।

উল্লেখ্য, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ চাহিদার বিপরীতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার পরপরই অস্থির হয়ে উঠে দেশের বাজার। এক রাতের ব্যবধানে রাজধানী ঢাকার আড়তগুলোতে কেজিতে ৩০ টাকা বেড়ে যায় এই নিত্যপণ্যের দাম।

পাঠকের মতামত: