ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক ::

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নং সাব-পিলারের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক বিএস ন্যাগির হাতে ১০ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক।

লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক সাংবাদিকদের জানান, সীমান্তের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে প্রতি বছর ঈদ-উল ফিতরসহ সব ধরণের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা একে-অপরের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

পাঠকের মতামত: