ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

লামায় সিএনজি দূর্ঘটনায় গুরুতর আহত ৩

dddমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় বেপোরোয়া গতিতে চলা একটি সিএনজি রাস্তা পাশে চড়ানো গরুর রশি সাথে পেঁচিয়ে দূর্ঘটনায় শিকার হয়েছে। বুধবার বেলা ১১টায় সিএনজি উল্টে ড্রাইভার সহ ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হল, আব্দুল আজিজ(৩৪), সুমি আক্তার (২৪) ও ড্রাইভার নুরুল আবচার (৪০)।

সরজমিনে গিয়ে জানা যায়, রুপসীপাড়া হতে লামা বাজার গামী একটি সিএনজি কলিঙ্গাবিল নামক স্থানে আসলে রাস্তার পাশে গাছের সাথে বাধা গরুর রশির সাথে পেঁচিয়ে উল্টে যায়। এসময় ড্রাইভার ও ২ যাত্রী আহত হয়। আহতরা মাথায়, মুখে, হাত ও পা ভেঙ্গে প্রচন্ড ব্যাথা পায় এবং সিএনজিটি ধুমড়ে-মুচঁড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের লামা হাসপাতালে নিয়ে আসে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই জানান, গুরুতর আহত স্বামী-স্ত্রী আজিজ ও সুমির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আর ড্রাইভার নুরুল আবচারকে লামা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পাঠকের মতামত: