ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় বুনো হাতির আতংকে বাড়ি ছেড়েছে ৫ গ্রামের মানুষ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানে লামার সরই ইউনিয়নের বুনো হাতির আতংকে বসতবাড়ি ছেড়েছে ২শতাধিক পরিবার। ইউনিয়নে বিগত ৫/৭ দিন যাবৎ বুনো হাতির ধারাবাহিক আক্রমণ, ভাংচুর, এলাকায় অবস্থান ও মানুষ নিহত-আহতের ঘটনায় বাড়ি-ঘর ছেড়ে অন্য এলাকায় এসে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকে।

সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উল আলম জানান, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঢেঁকিছড়া মুখ, কালির ঝিরি, আন্ধারি, জামালপুর পাড়া ও গয়ালমারা সহ ৫ গ্রামের মানুষ ২দিন যাবৎ হাতির আতংকে ঘর-বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। প্রশাসনের সহায়তা চেয়েছে এলাকাবাসি। গত ৫দিনে হাতির আক্রমনে ২জন নিহত ও ১০জন আহত হয়েছে। হাতির তান্ডবে চালিয়ে এপর্যন্ত ১৫টি ঘর-বাড়ি ভাংচুর করেছে। এছাড়া মাঠের ফসল, সবজি, বাগান ও ক্ষেত খোলা নষ্ট করছে হাতির পালটি। অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্ষয়-ক্ষতি ও প্রাণহানি আরো বাড়তে পারে।

দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, এই বিষয়ে বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কয়েক দফা ফোনালাপ ও মিটিং করেছি। সংশ্লিষ্ট বন-বিভাগের কোন পদক্ষেপ এখনও চোখে পড়েনি।

পাঠকের মতামত: