ঢাকা,শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

লামায় বন্যহাতির হামলায় স্কুল ছাত্রী নিহত, আহত ২

hati...মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবান জেলার লামায় বন্যহাতির হামলায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত মেহেরুন্নেছা(১৪) সরই ইউনিয়নের দূর্গম ধূইল্যা পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে। একই পরিবারের আহতরা হল, মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫)। নিহত মেহেরুন্নেছা সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৪টার দিকে ১০-১১টি বন্যহাতির দল ধূইল্যা পাড়ার লোকালয়ে নেমে পড়ে। পরে হাতির পাল বিক্ষিপ্তভাবে ইলিয়াছ সওদাগরের বসতঘর ভাংচুর শুরু করে। এ সময় ঘরে থাকা মা আমেনা বেগম ও ছোটবোন তাসিয়া বেগম পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও মেহেরুন্নেছাকে আচড়িয়ে মারে বন্যহাতির পাল। হাতির এলোপাতারি লাথি ও পায়ের আঘাতে মেহেরুন এর শরীর অতিমাত্রায় থেতলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বন্যহাতির হামলায় মেহেরুন্নেছার নিহতের সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, হাতির পালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। প্রায় সময় বন্যা হাতির দলটি লোকালয়ে নেমে এসে ভাংচুর তান্ডব চালায়।

পাঠকের মতামত: