ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় গলায় ফাস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

লামা প্রতিনিধি ::
পারিবারিক কলহের জের ধরো বান্দরবানের লামা উপেজলায় আলিফা বেগম (২৮) এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের খেদারবান পাড়ায় এ ঘটনা ঘটে। আলিফা বেগম খেদারবান পাডার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে আলিফা বেগমের সাথে স্বামীর ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল সাডে নয়টার দিকে অভিমান করে ঘরের বীমের সাথে গলায় ফাস দেন আলিফা বেগম। পরে স্বজনেরা ঘরের ভিতর লাশ ঝুলতে দেখে পুলিশকে জানায়। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবানের সদর মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আলিফা বেগম কেন কি কারনে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: