ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় গভীর জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

las uddarমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা উপজেলায় গভীর জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫মে বুধবার সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা গ্রামের দূর্গম পাহাড় থেকে আমান উল্লাহ (৩৫) এর লাশ উদ্ধার করে। সে চাককাটা গ্রামের আবু শামার ছেলে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে দাঁ হাতে নিজের বাগানে যায় আমান উল্লাহ। সোমবার শেষে মঙ্গলবার রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খুঁজতে বনে যায়। অনেক খোজাখঁজির পর গভীর জঙ্গলে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। অনেক রাত হওয়ায় পরের দিন ২৫মে বুধবার সকালে লামা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সকলের মতামতে ও স্থানীয় নেতৃবৃন্দদের সুপারিশে বিষয়টি আত্মহত্যা ধরে নিয়ে লাশ দাফন কার্য সম্পন্ন করে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, নিহতের স্ত্রী ও পরিবারের সকলের অনুরোধে লাশটি দাফন করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আমান উল্লাহ এর বড় ভাই আব্দুল্লাহ গত বছর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে এবং তার বোন হাসান আরা তিন বছর আগে বিষপান করে মারা যায়।

পাঠকের মতামত: