ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লঞ্চডুবি, ১৪ মরদেহ উদ্ধার

জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহি লঞ্চডুবির ঘটনায় নারীসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৪ জন। বুধবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, বানারীপাড়া লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে উজিরপুরের হাবিবপুর যাচ্ছিল ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি। এসময় সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মসজিদবাড়ি ঘাটে যাত্রী ওঠানোর সময় নদী পাড়ের বড় একটি অংশ ভেঙ্গে পড়ে। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রী সাঁতরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ ছিল। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল পৌনে ৫ টা পর্যন্ত ১৩ জনকে উদ্ধার  করে। তাৎক্ষণিকভাবে নিহতদের কিংবা নিখোঁজদের পরিচয় জানা যায়নি। নৌ পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন জানান, এ পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন জন নারী রয়েছেন। 

পাঠকের মতামত: