কক্সবাজার প্রতিনিধি :: অবৈধ পন্থায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ভুয়া বিল ভাউচার তৈরীর মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি)সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
প্রকাশ:
২০২৪-১২-০২ ০৮:০০:১৬
আপডেট:২০২৪-১২-০২ ০৮:০২:৪১
গত সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে মামলাটি দায়ের করেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
মামলাটি পর্যালোচনা শেষে আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
রবিবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দীন সাহীব।
সালাহউদ্দিন আহমদ ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন, সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও ট্রাস্টি বোর্ডের সদস্য আয়েশা সালাহউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা এ.কে.এম গিয়াস উদ্দীন, উপাচার্য (প্রাক্তন) গোলাম কিবরিয়া ভুঁইয়া ও প্রাক্তন সহকারী পরিচালক (অর্থ) মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী সাহাব উদ্দীন সাহীব ও রাশেদুল ইসলাম মুন্না।
মামলার বাদী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ১২ জুন আমার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরবর্তীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সব দপ্তর আমাকে “প্রতিষ্ঠাতা” উল্লেখ সূচিপত্র ইস্যু করে।
মুজিবুর রহমান বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং কর্মকর্তাদের সমন্বয়ে দীর্ঘ ৭ বছর ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। ইতোমধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা ব্যবহার করে ২০২০ সালের ২ জুন সশস্ত্র সন্ত্রাসী দিয়ে ইউনিভার্সিটি জবরদখল ও নিজেদের নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়ের বৈধ বোর্ড অব ট্রাস্টিদের বাদ দিয়ে আওয়ামী লীগের দলীয় কমিটিতে পরিণত করে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা নিয়োগ দেয়। প্রতারণার মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি, ব্যক্তিগত প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের টাকা উত্তোলনসহ নানা ধরণের দুর্নীতির আশ্রয় গ্রহণ করে।
সালাহউদ্দিন সিআইপির একক নিয়ন্ত্রণে গঠিত অবৈধ বোর্ড অব ট্রাস্টিজ কোন ধরনের বোর্ড সভা না করে কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগক্রমে নাম দস্তখত নিয়ে বোর্ড সভা দেখায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০, অধীনে নিয়োগ বিধি মোতাবেক শূণ্যপদের জন্য নিয়োগ কমিটি গঠন করেন নি। বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ গাড়ীর ড্রাইভার, পিয়ন নিয়োগ দেয়। একক নিয়ন্ত্রণে ব্যক্তিগত ড্রাইভার ও পিয়ন, ব্যক্তিগত সহকারীদের নামে বিশ্ববিদ্যালয়ে অর্জিত ট্রাস্টের আয় হইতে ইচ্ছা মাফিক, ভুয়া বিল ভাউচার, বেতন উত্তোলন করে পরস্পর যোগসাজসক্রমে লুটপাটের মাধ্যমে ট্রাস্ট্রিজ এর বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন সালাহউদ্দিন। তিনি নিজের বাসা বাড়ির কর্মচারীর বেতন, এমন কি সফর বিনোদনের বিলও বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন। নামে বেনামে অনেক টাকা উত্তোলন করেছেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যার চিত্র প্রকাশ হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দীন সাহীব বলেন, সালাহউদ্দিন গং কোন ধরণের নিয়ম নীতি তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪০১ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। অডিট ফার্মের রিপোর্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়েছেন।
- মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ: ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আড়াই কোটি টাকা আত্মসাৎ
- চকরিয়া সদরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
- চকরিয়ায় দুর্যোগ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও
- চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের আগের কমিটি বহাল থাকবে
- চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫জন আসামি গ্রেপ্তার
- হালকাকারা জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন
- কক্সবাজারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৬৭ জন
- চকরিয়ার খুটাখালীতে ডাকাতি হওয়া টমটম গ্যারেজের ৫২টি ব্যাটারী উদ্ধার
- কক্সবাজারে অনূর্ধ্ব- ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন
- চকরিয়ায় শিশুসন্তানকে বাড়িতে রেখে হত্যা মামলার সাক্ষী মাকে অপহরণ
- চকরিয়ায় যমুনা প্লাজার তালা ভেঙে টিভি ও নগদ টাকা চুরি
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আড়াই কোটি টাকা আত্মসাৎ
- চকরিয়ার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমানের যোগদান
- চকরিয়া সদরের কাঁচাবাজার অবৈধ সিন্ডিকেটের কাছে জিম্মি
- ঘুমেই মারা গেলেন কুতুবদিয়ার এটিও চকরিয়ার শহীদুল্লাহ
- ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে -মহানগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী
- চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
- চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজনসহ বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার
- চকরিয়ার খুটাখালীতে ডাকাতি হওয়া টমটম গ্যারেজের ৫২টি ব্যাটারী উদ্ধার
- চকরিয়ায় চট্টগ্রাম নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর আগমনে
- কক্সবাজারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৬৭ জন
পাঠকের মতামত: