ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রামুর বাঁকখালী নদীতে অফিসেরচরবাসীর নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে আগামীকাল শুক্রবার, ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৬টি নৌ দল অংশ নেবে। এরআগে গত ৪ অক্টোবর এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।

আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের্^ বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৪ আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে।

প্রতিযোগিতায় মোট ৬টি নৌ দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী, অফিসেরচর ফুটন্ত গোলাপ, অফিসেরচর ওল্ড ইজ গোল্ড, অফিসেরচর সোনার তরী, অফিসেরচর রাউনাফ ও অফিসেরচর মায়ের দোয়া।

নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা।

এরআগে ২০২৩ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল।

ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: