ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

‘রাজনীতি এখন পুলিশের হাতে নিয়ন্ত্রিত’ -আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাজনীতি এখন পুলিশের হাতে নিয়ন্ত্রিত। সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করতে পারবো না, অন্যায়, অবিচার, রাহাজানি, প্রতিবাদ করতেও পুলিশের অনুমতি নিতে হয়। এটাতো স্বাধীনতার কথা ছিল না। গতকাল মাইজদী ‘বার লাইব্রেরি হলে’ জেএসডি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণদানকালে রব এ সকল কথা বলেন। তিনি বলেন, ভোট না পেলে সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ,  সম্পত্তি দখল ও মেয়েদের ইজ্জত হরণ করে কারা? ক্রমান্বয়ে বেরিয়ে আসছে। পুলিশের উপস্থিতিতে ফের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়িঘরে হামলা, লুট করেছে আওয়ামী লীগের লোকজন। অস্ত্র ও পুলিশ দিয়ে ভোট ডাকাতি করবেন না, পরিণাম কিন্তু ভালো না। হিটলার, মুসোলিনী, আইয়ুব ও মুনায়েম-এর তাসের ঘরও ধ্বংস হয়ে গেছে। ইতিহাস দেখে শিক্ষা নিন। আপনার দলীয় ক্যাডারদের প্রতি নিয়ন্ত্রণ না থাকায় বারবার দেশের সর্বনাশ হচ্ছে। আ স ম রব বলেন, আপনার গোলা, বারুদ, ট্যাঙ্ক, বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও কেন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে সামলাতে পারবেন না? নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে কি কারণে জেলে নির্যাতন করছে, তার অপরাধ কি, জাতি তাও জানতে চায়। উন্ন্নয়ন, সুশাসন এবং গণতন্ত্র এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি এম এ জলিল  চেয়ারম্যানের সভাপতিত্বে দলটির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত: