ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

বিটিসিএলের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ডেস্ক নিউজ ::
ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খবিরুজ্জামানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে জনতা ব্যাংকের ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বুধবার (১২ জুন) ঢাকার আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। এ বিষয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা হয় ২০১২ সালের ৫ নভেম্বর। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন বিটিসিএলের সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহফুজার রহমান ও মাহবুবুর রহমান, বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হালিম ও এ কে এম আসাদুজ্জামান, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবু সাইদ খাঁন, বিটিসিএলের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইলিয়াস কামাল, মেসার্স আই পাওয়ার কমিউনিকেশনস-এর পরিচালক মো. মাকসুদুল লতিফ ও রাজটেক লিমিটেডের পরিচালক ও আই পাওয়ার কমিউনিকেশনস-এর স্থানীয় প্রতিনিধি মো. হাসিবুল বাসার।

পাঠকের মতামত: