ঢাকা,বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে মুখ খুললেন মিয়ানমারের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক ::

মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার জাতিসংঘের নেই বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি আরো বলেন, কোনো দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের এবং দেশটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো দেশ, সংস্থা বা গোষ্ঠীর নেই।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ‘গণহত্যা’র অভিযোগে দেশটির সেনাপ্রধানসহ শীর্ষ জেনারেলদের বিচারের মুখোমুখি কররা আহ্বান জানায় জাতিসংঘের তদন্তকারীরা। তার এক সপ্তাহের মাথায় এ ধরনের মন্তব্য করলেন মিন অং।

এই প্রথমবারের মতো জনসম্মুখে প্রতিক্রিয়া জানালেন মিয়ানমারের সেনাপ্রধান। প্রসঙ্গত, ২০১৭ সালের মাঝামাঝি থেকে রাখাইন রাজ্যে নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী।

ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করে, যা আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।

পাঠকের মতামত: