ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

‘তৃণমূল বিএনপি’র কমিটি ঘোষণা করলেন নাজমুল হুদা

image_153717_0নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: তৃণমূল বিএনপি নামের নতুন একটি রাজনৈতিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। অর্থবহ নির্বাচনের জন্য সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বানও জানান নাজমুল হুদা।

তৃণমূল বিএনপি নামের নতুন একটি রাজনৈতিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর তিনি বলেন, ‘‘ চেনা মুখের বাইরে অনেক অচেনা, অজানা মুখ তাদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রক্রিয়া কিভাবে বাস্তবায়িত করা যায় এ নিয়ে আমরা সংলাপের উদ্যোগ গ্রহণ করব।’’

নাজমুল হুদা বলেন, ‘‘আমি ক্ষমতাসীন সরকারকে আহ্বান জানাব, সংলাপ আপনারা তাদের সঙ্গেই করবেন যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে।’’
সে সঙ্গে যেসব কর্মকাণ্ডের কারণে সরকার সমালোচিত হচ্ছে, সে বিষয়ে পরামর্শ দিতে ১৪ দলের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানান তৃণমূল বিএনপির এই নেতা।
 

পাঠকের মতামত: