ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফ সাংবাদিক ইউনিটির সঙ্গে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান, মেয়র ও সহকারী কমিশনারের সাক্ষাত

FB_IMG_1487778488359সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :::

উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান, মেয়র, সহকারী কমিশনার (ভূমি) সাথে টেকনাফ সাংবাদিক ইউনিটির নবগঠিত কমিটি সাক্ষাত করেছে। টেকনাফ সাংবাদিক ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের নেতৃত্বে উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র ও সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। তারা ২২ ফেব্রুয়ারী বিকালে পৃথক পৃথক ভাবে নিজস্ব কার্যালয়ে সাক্ষাত করেন। পরে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউএনও মোহাম্মদ শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাফেজ মোহাম্মদ কাশেম, মোঃ ছিদ্দিকুর রহমান, জেড করিম জিয়া। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান,সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, নির্বাহী সদস্য এম আমান উল্লাহ আমান। নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে তারা বলেন, এ সংগঠন সাংবাদিকদের ও টেকনাফবাসীর কল্যাণে কাজ করবে।

পাঠকের মতামত: