বাংলা ট্রিবিউন :: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং শিবিরের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ তাদের আটক করে।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।’
আটককৃতদের মধ্যে অন্যরা হলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, অধ্যাপক ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ।
জামায়াতের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে তিনি জানান, করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ানোর কৌশল নির্ধারণের জন্য একটি সভায় তারা মিলিত হয়েছিলেন।
পাঠকের মতামত: