লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ার চুনতিতে প্রাইভেটকার যোগে পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. সাহাব উদ্দিন (২৯) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১ মে) রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহাব উদ্দিন উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মো. সরওয়ার কামালের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে তল্লাশি করা হয়। এ সময় মাইক্রোবাসে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত: