খরায় ভারতের অনেগুলো রাজ্যের অবস্থা শোচনীয়। খরা কবলিত অঞ্চলে যাতে জলভরা মেঘে চিড়ে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে সে জন্য চীন থেকে মেঘ বানানোর প্রযুক্তি কিনতে যাচ্ছে ভারত।
বিলম্বিত বর্ষা বা প্রচণ্ড খরায় হুট করে আকাশ ভাঙা বৃষ্টি নামিয়ে আনতে জলভরা মেঘ বানানোর যে প্রযুক্তির উদ্ভাবন করে ফেলেছে চিন, তা মহারাষ্ট্রের খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় বৃষ্টির জন্য কাজে লাগানো হবে। মরাঠাওয়াড়ায় ওই মেঘ বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য দিনকয়েক আগে মহারাষ্ট্র ঘুরে যান বেইজিং, সাংহাই ও পূর্ব চিনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা।
তারা মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের কর্তাদের ওই মেঘ বানানোর প্রযুক্তি শেখাবেন। রকেট ছুঁড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ গুঁজে দিয়ে সেই মেঘকে জলে ভরিয়ে তোলার প্রযুক্তি বেশ কিছু দিন আগেই আবিস্কার করেছে চিন। সেই প্রযুক্তির সুবাদে গোটা বিশ্বেই ব্যাপক সুনাম হয়েছে চিনের। তাই গত দু’টি মরশুমে খরাক্লিষ্ট মরাঠাওয়াড়ায় তড়িঘড়ি বৃষ্টি নামাতে ব্যস্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার। সে জন্যই তারা দ্বারস্থ হয় চিনের।
-কালেরকন্ঠ
পাঠকের মতামত: