ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

ক্বিরাত সংস্থার ইফতার মাহফিলে জাফর আলম এমপি

চকরিয়াতে স্মার্ট ক্বিরাত সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা থাকবে

cof

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার আলোচিত কোরআনের তেলাওয়াত ভিত্তিক সংগঠন চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগে সদস্যদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে, ৮এপ্রিল (শনিবার) বিকাল ৫টায় চকরিয়া পৌরশহরের অভিযাত রেস্টুরেন্ট এরিস্টোডাইনে অনুষ্ঠিত হয় ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম,বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার আরিফুল কবির, শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আজহারী,চকরিয়া কোর্ড মসজিদের খতীব মাওলানা কফিল উদ্দিন ফারুক,আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক ম সাদেক হোসেন, চকরিয়া সোসাইটি জামে মসজিদের খতিব হাফেজ বশির আহমদ,চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, এতে সভাপতিত্ব করেন চকরিয়া ক্বিরাত সংস্থার আহ্বায়ক ইব্রাহিম রাজা ইবু।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর একমাত্র চিরন্তন ধর্মগ্রন্থ হলো আল-কোরআন,এই কোরআনকে বাদ দিয়ে কোনকিছু সম্ভব নয়, তাই পাড়ায় মহল্লায় নারী-পুরুষের বেশি বেশি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চর্চা করা জরুরি। যারা কোরআনকে ভালোবাসে তাদের দুনিয়া-আখেরাত সফলকাম হবে । মহাগ্রন্থ আল-কোরআন এটি কোনো একটি ধর্ম বা গোষ্ঠীর নয়,এটি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। এসময় চকরিয়াতে স্মাট ক্বিরাত সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

পাঠকের মতামত: