ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আলীকদমে বেওয়ারিশ লাশের পরিচয় উদ্ঘাটনে তথ্য চায় পুলিশ

VVআলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

বান্দরবানের আলীকদম উপজেলায় এক বেওয়ারিশ লাশের তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। লাশ উদ্ধারের একবছর চার মাস হতে চললেও এ পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

আলীকদম থানার এসআই আল-মুরাদ তালুকদার জানান, ২০১৫ সালের ১১ এপ্রিল উপজেলার মেনইয়াং মুরুং কার্বারী পাড়াস্থ দোছরী হামুক ঝিরিতে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়। লাশটি কোন এক মুরুং উপজাতীর বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, লাশটি উদ্ধারের পর এলাকার পাড়া প্রধান মেনইয়াং মুরুং কার্বারী বাদী হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০২, তারিখ- ১১/০৪/২০১৫, ধারা- ৩০৪/৩৪ পেনাল কোড)। মৃত ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয় জানা থাকলে আলীকদম থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত: