নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করেনি। এটা কেবল প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। নির্বাচন কাছে এলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেওয়া হবে, তারাই প্রার্থী হবেন। গতকাল বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। এ অবস্থায় নির্বাচন দেওয়া হলে তা হবে নির্বাচনের জেনোসাইড। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।
পাঠকের মতামত: