ঢাকা,বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ চিত্রগ্রাহকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় জাহিদ হোসাইন নামে (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হোসাইন নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক। তিনি খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোর্শেদুল আলম ভুঁইয়া বলেন, ‘ঢাকা থেকে বাইক চালিয়ে কক্সবাজার আসছিলেন জাহিদ হোসাইন। আজ ভোর সাড়ে ৬টার দিকে বানিয়াছড়া এলাকায় একটি বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়।’

জাহিদের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তার ওয়াল যেন এক শোকবই। সহকর্মী থেকে শুরু করে পরিচিত অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গুণী অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কতবার নিষেধ করেছিলাম, ভাই বাইকের পাগলামী বাদ দেন। শুনলেন না কথাটা। কতবার বুঝালাম, বাংলাদেশের রাস্তা বাইকের জন্য না। কি লাভ হলো ভাই? বলেন কি লাভ হলো? মানতে পারছি না ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

স্মৃতিচারণ করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘কিছুদিন আগেই তো দেখা হয়েছিল। দেখা হলে কি সুন্দর একটা মুচকি হাসি দিতেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অন্যদিকে রিয়াদ খান নামে নেটিজেনদের একজন জাহিদের সড়ক দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার ট্রাভেল রাইড পার্টনার জাহিদ হোসাইন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি আরও লেখেন, ‘পোস্টটি কিভাবে দিবো ঠিক বুঝতে পারছি না। কিছু লিখতেও পারছি না। কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ায় ভোর ৬:৩০ মিনিটে কিছু অসাধু বাস ড্রাইভারের জন্য বন্ধুর প্রাণটা চলে গেলো। আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করুন।’

পাঠকের মতামত: