ঢাকা,রোববার, ৪ মে ২০২৫

কক্সবাজারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক SIBE-NIMC প্রকল্পের আওতায় ৩ মে কক্সবাজার জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে “জলবায়ু পরিবর্তনে অভিযোজন : গণমাধ্যমের ভূমিকা” ১দিন ব্যাপী কর্মশালা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: কাউসার আহাম্মদ। ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি এন্ড ক্লাইমেট বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরিফ মোঃ মাহবুব- ই- কিবরিয়া মূল আলোচনা করেন। প্রকল্পের কাযক্রম নিয়ে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ড. মোঃ মারুফ নাওয়াজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আবু সাদেক, উপপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

জলবায়ু পরিবর্তন, কারণ, প্রভাব, গড় তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও সংখ্যা, জীববৈচিত্র্যের ক্ষতি, খাদ্য ও পানির অভাব, কৃষি উৎপাদন ব্যাহত এবং সুপেয় পানির সংকট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ২০২২ সালের ভয়াবহ বন্যা, ঘুর্ণিঝড়, নদী ভাঙ্গন, ভূমিধ্বস নিয়ে কারিগরি ব্যাখ্যা উপস্থাপনা করা হয়। জটিলতা ও বিশেষায়িত জ্ঞানের অভাব, তথ্য ও পরিমাপের অভাব, প্রবেশগম্যতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ, সময়ের অভাব এবং ডেডলাইন, মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রচলিত রিপোর্টিং এর সিমাবদ্ধতার বিষয়ে তুলে ধরা হয়।

জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা, গবেষণা, স্থানীয় প্রকৃতির পরিবর্তন, কৃষকদের দক্ষতা ও সীমাবদ্ধতা, বছর ওয়ারি রিপোর্টিং শিডিউল, ফ্যাক্ট চেক, প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, পরিবেশগত টেকসই উন্নয়ন, সমাধানের লক্ষে ফলোআপ রিপোর্টিং ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

আবহমানকাল থেকে গণমানুষের অভিযোজন দক্ষতাকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনে সৃষ্ঠ নতুন নতুন সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণালব্দ কারিগরি সমাধানের উপর রিপোর্ট তৈরির জন্য সাংবাদিকদের উদ্ভুদ্ধ করা হয়। স্থানীয় সমস্যার বৈশ্বিক ধরণ ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার উপর জোর দেন আলোচকবৃন্দ। জেলার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও ভূমিকা রাখার জন্য সাংবাদিকবৃন্দ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে অনুরোধ জানান।

পাঠকের মতামত: