ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামুতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ১

acciখালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজারের রামু চৌমুহনী-পুরাতন আরকান সড়কে টাটা সাথী (ছারপোকা)র চাপায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১জন। রামু থানা পুলিশ ঘাতক গাড়িসহ চালক আবদুর রহিমকে আটক করেন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,শনিবার ১৯ নভেম্বর বিকেলে রামু উপজেলার দারিয়ারদীঘি কমিউনিটি ক্লিনিকের সামনে সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধি রাবেয়া খাতুন (১০) স্থানীয় রুস্তম আলীর মেয়ে। আহত জেসমনি আক্তার (৭) একই এলাকার মুজিব উল্লাহর মেয়ে বলে জানা গেছে। এদিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: