ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

আওয়ামী শাসন আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে -রামু’তে জেলা জামায়ত আমীর 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মওলানা  নুর আহমদ আনোয়ারী বলেছেন, আইয়্যামে জাহেলিয়্যাতের চেয়ে ভয়াবহ ছিল আওয়ামী আওয়ামী শাসন।ওই যুগে জুলুম, নির্যাতন করেছিল কিন্তু আয়না ঘর তৈরী করেনি। আজীবন ক্ষমতায় টিকে থাকতে খুন, ঘুম, অত্যাচার, হামলা-মামলার পরেও ‘আয়না ঘর’ বানিয়েছিল স্বৈরাচারী  শেখ হাসিনা। কিন্তু ফেরাউনের মত শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছোট ছোট বাচ্চাদের হাতেই তার শোচনীয় পতন হয়েছে। সমস্ত নেতা-কর্মী নিয়ে ভারতে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ঈদগড় বাজারে ঈদগাঁও সাংগঠনিক উপজেলার ঈদগড় ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনও এসব কথা বলেন ।
তিনি আরো  বলেন, দেশের মানুষ যেমন আয়না ঘর চাইনা, ঠিক তেমনি হাওয়া ভবনও চাইনা। দেশের জনগণ চাই একটি কল্যাণকর রাষ্ট্র। যেখানে থাকবে না জুলুম নির্যাতন, সুদ-ঘুষ, অনিয়ম- দূর্ণীতি, যেনা-ব্যাভিচার ও খুন-ঘুম ইত্যাদি। এমন একটি পরিবেশ তৈরি করতে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার জুলুম নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে একটি বৈষম্যহীন কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। দেশের সর্বস্তরের লোকজনকে এমন রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নবনির্বাচিত  সহকারী সেক্রেটারি,সাবেক কেন্দ্রীয় শিবির নেতা,ইসলামপুর চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর, রামু, ঈদগাও আসনের সম্ভাব্য সংসদ সদস্য  পদপ্রার্থী জননেতা  শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা জামায়াত আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, ঈদগাঁও উপজেলা জামায়াত আমির সেলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চট্টগ্রাম দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি ও নাইক্যংছড়ি উপজেলা  জামায়াত নেতা রফিক বসরী,ঈদগড় ইউনিয়ন শিবির সভাপতি প্রমুখ। ঈদগড় ইউনিয়ন জামায়াত আমির মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে,নায়েবে আমির মাওলানা ছৈয়দুল হক সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে ঈদগড় ইউনিয়ন জামায়ত-শিবিরের সর্বস্তরের নেতা-কর্মীসহ ব্যবসায়ী, শ্রমিক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ারমত।

পাঠকের মতামত: