ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কক্সবাজার মহাসড়কে গরুবোঝাই দুই ট্রাক ছিনতাই, দুই ঘন্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::কক্সবাজারের রামু থেকে চকরিয়া হয়ে ঢাকাগামী গরুভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে রামু ও চকরিয়া থানা পুলিশের অভিযানে ছিনিয়ে নেওয়ার দুই ঘন্টা পর গরু ভর্তি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চা-বাগান এলাকায় ইয়াবা কারবারি সম্রাট খ্যাত আবদুর রহিমসহ তার দলবল কর্তৃক এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

চকরিয়া ও রামুর ব্যবসায়ী আবদু শুক্কুর অভিযোগ করেন- রামুর গর্জনিয়া বাজার থেকে ক্রয় করে ২০টি বড় সাইজের গরু রামু হয়ে চকরিয়ায় অবৈধভাবে গড়ে উঠ। ইসলাম নগর স্থল বন্দরে দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব গরুর মূল গন্তব্য ছিল চকরিয়ার ইসলাম নগর বাজার হয়ে ঢাকায়। কিন্তু পথিমধ্যে মহাসড়কের রামু চা-বাগান এলাকায় পৌঁছলে বিভিন্ন গাড়ি যোগে এসে ইয়াবা সম্রাট আবদুর রহিমের সশস্ত্র দলবল নিয়ে গতিরোধসহ চালক-হেলপারকে পিটিয়ে গরুবোঝাই ট্রাক দুটি ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী আবদু শুক্কুর আরও জানান- ছিনতাইয়ের পর পরই বিষয়টি চকরিয়া ও রামু থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর ছিনতাই হওয়া গরু ভর্তি ট্রাক দুটি উদ্ধারে অভিযান শুরু করে সম্ভাব্য স্থানে। এতে পুলিশের ব্যাপক তত্পরতায় ছিনতাইয়ের দুই ঘন্টা পর গরু ভর্তি ট্রাক দুটি ছেড়ে দিতে বাধ্য হয়। তবে ট্রাক দুটির চালক-হেলপারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলগুলো ফেরত দেয়নি।

মহাসড়কে ২০টি গরু ভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা পরবর্তী উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিঁনি বলেন- ‘রামু থানা পুলিশের হস্তক্ষেপে দ্রুততম সময়ে ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের পর চকরিয়ার ব্যবসায়ীর কাছে ফেরত দেওয়া হয়েছে।’ আর আগামীতে যাতে গরু ছিনতাইয়ের ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পাঠকের মতামত: