ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছে সরকারি অনুদানের ২ লক্ষ ৫ হাজার টাকা হস্তান্তর করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পেকুয়া উপজেলার টৈইটং এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জন পেকুয়া উপজেলা হাসপাতালে এবং ২ জনকে চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাঠকের মতামত: