প্রকাশ:
২০২৪-১২-২১ ২১:৫৩:৫৬
আপডেট:২০২৪-১২-২১ ২১:৫৩:৫৬
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাবের একটি টিম। গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী জেলা সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে গাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পেে আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিএনপি দলীয় সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতার চেষ্টা চালিয়ে টমটম গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়।
এই দুই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র্যাব। এরই অংশ হিসেবে র্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় উল্লেখিত দুইটি মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দিয়েছেন।
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আজ ২১ ডিসেম্বর, শনিবার দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র্যাব কর্তৃক গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় থানায় রুজুকৃত তিনটি মামলায়।
তিনি জানান, এসব মামলায় ফজলুল করিম সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট-পরবর্তী এসব মামলা রুজু হয় থানায়।
এর মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ফজলুল করিম সাঈদী ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফজলুল করিম সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ##
- জেলার শীর্ষ গরুচোর বহু মামলার আসামী নবী হোছাইনসহ তার বাহিনীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
- পেকুয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে
- চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা মানছে না পৌর নির্বাহী কর্মকর্তা
- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন
- চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড়
- ঈদগাঁওয়ে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি প্রদান
- চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা খুনের ঘটনায় চারমাস পর ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল
- চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন
- কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
- চকরিয়ার দুই ইয়াবা পাচারকারী পটিয়ায় গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
- চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক স্বামী মেহেদীসহ ৫ জনের নামে মামলা
- মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা
- চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন
- চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড়
- চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনায় যুবক ও সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- মালুমঘাট সড়ক দূর্ঘটনায একজন নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন
- পেকুয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে
- চকরিয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
- কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
- চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা খুনের ঘটনায় চারমাস পর ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল
- চকরিয়ার দুই ইয়াবা পাচারকারী পটিয়ায় গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
পাঠকের মতামত: