ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নারীর উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই -রামু ইউএনও শাহাজাহান আলী

dddখালেদ হোসেন টাপু, রামু ::

“বিশ্বকে কমলায় ভাঙ্গাওঃ নারী কন্যা শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আশা জাগাও” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী নির্যাতন প্রতিবাদ পক্ষকাল ক্যাম্পেইন ২০১৬ উদযাপন উপলক্ষে বুধবার ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে নারী সমাবেশের প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী। তিনি বলেন বর্তমান সরকার নারী ক্ষমতায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সরকার সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার বাড়িয়ে দিতে বিভিন্ন বহুমুখি পরিকল্পনা গ্রহন করেছেন। এই সুযোগ কে কাজে লাগিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাছাড়া প্রতিটি এলাকায় নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি জাগো নারীর নির্বাহী পরিচালন শিউলী শর্মার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার, রামু উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, বিশিষ্ট বৌদ্ধ নেতা দুলাল বড়–য়া, জাগো নারী নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি স্বপন বড়–য়া, কাজী মৌলানা মুফতি আবু বকর ছিদ্দিক, রামু উপজেলা ওলমালীগের সভাপতি নূরুল আজিম, ডাক্তার নেবু রাণী শর্মা মেম্বার, সুপানন্দ বড়–য়া, উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, ভাবনা কেন্দ্রের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শিপন বড়–য়া, হাছিনা আক্তার মেম্বার, মেরুনাহার মেম্বার, ছেনুয়ারা আরা মেম্বার, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ফিল অফিসার জিগার ইসমত ও মুন্নি আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাগো নারী উন্নয়ন সংস্থার লিগ্যাল এইড প্রোগ্রাম অফিসার রবিউল হাসান রবি। এতে কর্মসূচির মধ্যে ছিল জাগো নারী র‌্যালি, নারী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অথিতিবৃন্দদের রেজিষ্ট্রেশন, সংস্থার চলমান কার্যক্রম উপস্থাপন, সংগ্রামী মেয়েদের জীবনী।

পাঠকের মতামত: