ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

চকরিয়ায় বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা তুলে দিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। তিনি ১১ আগস্ট দুপুর ১২টার দিকে বদরখালী মাদ্রাসা মাঠে স্থানীয়দের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় রেজাউল করিম বলেন, একদিকে করোনা অন্যদিকে বন্যার কারণে মানুষ হাপিয়ে উঠছে। দৈনিক আয়ের মানুষ গুলো চরম দূর্ভোগে পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধারণ মানুষকে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। দূর্যোগ মুহুর্তে মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা ও বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী করোনা নিয়ন্ত্রণ আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। স্বাস্থ্যসেবায় আমুল পরিবর্তন এনেছেন। দ্রুতসময়ে গ্রাম পর্যায়ে গণটিকা দিয়ে মানুষের মাঝে ভয়ভীতিও দুর করেছেন। পর্যায়েক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলোতেও খাদ্য সহায়তা দেয়া হবে।

রেজাউল করিম বলেন, শোকাবহ আগস্ট মাস। এইমাসে জাতির পিতাসহ তার পরিবারকে হত্যা করেছিলেন স্বাধীনতা বিরোধী চক্র। চক্রটি সবসময় সক্রিয়। খুনিরা এখনো সজাগ। সুযোগ পেলেই চোবল মারবে। তাই সর্তক থাকতে হবে নেতাকর্মীদের। বঙ্গবন্ধু শোষণমুক্ত সমাজ বিনির্মানে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আমরা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাবো।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, প্রবীণ আওয়ামীলীগ নেতা জোবাইর আহমদ বিএসসি, মাতামুহুরী থানা আওয়ামী লীগ নেতা নুরে হাবিব তছলিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, বদরখালী আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, আওয়ামীলীগ নেতা আক্তার, মোহাম্মদুল হক, নুরুল আমিন ছোট, আব্বাছ উদ্দিন, এইচএম শাহেদ লতিফ, হুমায়ন কবির খোকন, হাজী হামিদ উল্লাহ, কফিল উদ্দিন মো: জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন ও মকবুল হোছাইন।

 

পাঠকের মতামত: