ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

হামলার জন্য চালকবিহীন গাড়ি তৈরি করবে আইএস

ইসলামিক স্টেট (আইএস)-এর কারিগরি দল চালকবিহীন গাড়ি তৈরির কাজ করছে। তবে ভাল উদ্দেশ্যে নয়, এ গাড়ি ব্যবহার করা হবে হামলার জন্য।

ব্রিটেনের ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়, আত্মঘাতী গাড়িবোমা হামলার বদলে স্বয়ংক্রিয় গাড়ির কথা ভাবছে এ দলটি। ন্যাটোর নিরাপত্তা দলের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের চালকবিহীন গাড়ি তৈরি ঘোষণার পরই আইএস এমন ঘোষণা দিল।

ডেইলি এক্সপ্রেসের খবরে আরও বলা হয়, যদি তারা এক্ষেত্রে সফল হয়, তবে তা হবে বিরাট ক্ষতির কারণ। এর ফলে ব্রিটেন, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে হবে।

ব্রিটেনের রাস্তায় কয়েক হাজার চালকবিহীন গাড়ি নামনোর কথা ভাবছে সে দেশের সরকার। ধারণা করা হচ্ছে, নতুন এ প্রযুক্তির অধিকারী হয়ে গেলে সিরিয়াতে বসেই যুক্তরাজ্যে হামলা চালাতে পারবে আইএস।

ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল জেমি শিয়া ঘটনাটিকে মারাত্মক হুমকি হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘আমরা রাকা শহরকে গুরুত্ব দিয়ে দেখছি। কারণ সেখানে আইএস-এর নিজস্ব বোমা তৈরির কারখানা রয়েছে। চালকবিহীন গাড়ি শুধু গুগলই তৈরি করতে চাচ্ছে না, তাদের পাশাপাশি আইএস-ও এটি নিয়ে কাজ করছে।’

 

পাঠকের মতামত: