ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

কক্সবাজারে উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন বন্ধের দাবীতে গানের মিছিল

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার শহরে উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন বন্ধ, পর্যটন শিল্পের সাথে জড়িত জনগোষ্ঠী ও লবণ চাষীদের রাষ্ট্রীয় প্রনোদনা প্রদান ও প্রাণ প্রকৃতি পরিবেশ বাঁচাও- কুহেলিয়া নদী বাঁচাও এই দাবীতে কক্সবাজার শহর প্রদক্ষিণ করে গানের মিছিল করেছে সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি।

এতে উপস্থিত ছিলেন সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি উদ্যোগের উদ্যোক্তা মনির মোবারক, অন্তিক চক্রবর্তী, তনয় দাশ,মোঃ আবছার, মুক্তাদিল জয়,মুহাইমিন রানিম, ক্লোরিন চাকমা,প্লবক কাব্য,রাফায়েত উল্লাহ প্রমুখ।

গানের মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ঘোড়ার মৃত্যুতে কক্সবাজারের প্রাণ প্রকৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদাসীনতা দৃশ্যমান। উপ সড়ক কিংবা বিকল্প পথ তৈরি না করে প্রধান সড়কের যত্রতত্র খানাখন্দের ডামাডোল প্রমাণ করে অপরিকল্পিত নগরায়নের।

পাঠকের মতামত: