ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

পৌর মেয়র আলমগীর চৌধুরীর উদ্যোগে

চকরিয়ায় রোজাদারের সম্মানে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া পৌরসভার মেয়র ও আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরীর উদ্যোগে চকরিয়া উপজেলা পরিষদ সড়কের মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে বিশিষ্টজন, রাজনৈতিক নেতাকর্মী ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার ৭ মে বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী।

চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মুহাম্মদ মিতুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক শাহাব উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিনুল করিম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু, আবছার উদ্দিন মাহমুদ, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, বদরখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।

এছাড়াও ইফতার অনুষ্ঠানে চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরীর বিজয় নিশ্চিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

 

 

 

পাঠকের মতামত: