ঢাকা,শুক্রবার, ১০ মে ২০২৪

কালো জাতের পোয়া মাছটি দুই লক্ষ টাকায় বিক্রি

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকায় বিহিন্দি জালে আটকা পড়েছে ৩৫ কেজির ওজনের একটি কালো প্রজাতির পোয়া মাছ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কৈয়ারবিল ইউনিয়নের সমিতি সড়কের পশ্চিম পাশে সাগরে সেলিম উদ্দিন কোম্পানির নৌকার জালে আটকে পড়ে। এমনিতেই কালো জাতের পোয়া মাছ মূল্যবান হিসেবে বিবেচিত। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি । পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে মাছটির মূল্য বেশি। এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়। এ জন্য মাছটির এত দাম বলে তিনি জানান। পরে, তারা বিশাল ও দামী পোয়া মাছটি নিলামে তুলে স্থানীয় ঘাটে।

স্থানীয় কোরবান আলী জানান, পোয়া মাছটি বৃহস্পতিবার সকালে নিলামে তুলে ২ লক্ষ ৫০ হাজার টাকার মূল্য দেন সেলিম। ৩৫ কেজির ওজনের পোয়া মাছটি রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী ২ লক্ষ টাকায় ক্রয় করেন। এটি আরেক দফায় চট্টগ্রামে বেশি দামে বিক্রি করা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত: