ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক জাতীয় ফুটবলার সুরত আলম

আতিকুর রহমান শাকিল ॥ চিরনিদ্রায় শায়িত হলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি, সাবেক জাতীয় ফুটবলার, ঐতিহ্যবাহী তারাবনিয়ারছড়া জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব সুরত আলম। তিনি একেনিউজ সম্পাদক, জেল ভিজিটর, পৌর মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, শিক্ষানবিশ আইনজীবী রেবেকা সুলতানা আইরিনের পিতা।

বুধবার জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযায়, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এ জানাযার নামাজে ইমামতি করেন টেকপাড়া জামে মসজিদের পেশ ইমাম।

মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক কন্যা দুই সন্তান, নাতি ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, জাতীয় রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিখ্যাত গুণীজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি টেকপাড়ার বড় পুকুরস্থ মরহুম সুলতান আহমদের প্রথম পুত্র ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম জমাদার ফজল করিমের জামাতা।

উল্লেখ্য যে, বহুমুখী প্রতিভার অধিকারী সুরত আলম গতকাল লো প্রেসারে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ইন্তেকাল করেন।

পাঠকের মতামত: