ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের সচেতনমূলক কর্মশালা অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের নিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক স্থানে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে। গত বুধবার সকাল ১০টায় খুটাখালী ও দুপুর ১২ টায় মালুমঘাট বাস স্ট্যান্ডের এ কর্মশালায় অসংখ্য যানবাহনের মালিক, চালক, হেলপার ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।

কর্মশালায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিতিদের মাঝে সচেতনতামূলক আলোচনা করেন উপপরিদর্শক (এসআই) নওফেল বিন আলম। তিনি বলেন, অনিয়ন্ত্রিত ভাবে গাড়ী চালানো চালকদের কঠোর শাস্তির আওতায় আনতে তাদের চিহ্নিত করা হচ্ছে। অদক্ষ ও হেলফার দিয়ে কোন ক্রমেই গাড়ি চালানো যাবে না। সড়কে দুর্ঘটনা যেন না হয় সে লক্ষ্যে প্রতিটি গাড়ির চালককে সচেতন থাকতে হবে। পাল্লা দিয়ে বা ওভারটেকিং করে কিছুতেই গাড়ি চালানো যাবে না। নিয়ম মেনে গাড়ী চালানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, আইনকানুন অনুযায়ী যানবাহন চালালে সড়ক দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। রাস্তাঘাট সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠবে। তাই এখন থেকে সকল আইন মেনে গাড়ী চালাতে হবে। এসময় বক্তারা মহাসড়কের প্রয়োজনীয় আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে।

পাঠকের মতামত: