ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক

চকরিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বিএসসি চিরনিদ্রায় শায়িত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বৃহত্তর চকরিয়া উপজেলা পরিষদের (চকরিয়া-পেকুয়া) সাবেক চেয়ারম্যান ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরণ্য রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বিএসসির নামাজে জানাযা শুক্রবার ১২ ফেব্রুয়ারী বিকাল ৪০টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। অসম্ভব জনপ্রিয় এই রাজনীতিবিদের নমাজে জানাযায় আওয়ামীলীগ বিএনপি জাতীয় পাটিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, এলাকাবাসি ছাড়াও চকরিয়া-পেকুয়া উপজেলা পৌরসভা এবং কক্সবাজার চট্টগ্রাম থেকে হাজার হাজার হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল জানাযার নামাযে শোকার্ত মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসের আহমদ।

আগেরদিন বৃহস্পতিবার ১১ফেব্রুয়ারী বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

বরণ্য ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ হোসাইন বিএসসির চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায় নামাজে জাযানার আগে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পরিবারের পক্ষে বক্তব্য দেন মরহুমের ছোটভাই আওয়ামীলীগ নেতা আলহাজ সেলিম উল্লাহ, বড়ছেলে সাগর।

এছাড়াও নামাজে জানাযায় অংশনেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজালাল চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, অধ্যাপক সাহাবুদ্দিন, চকরিয়া নিউজের সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চকরিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, সাবেক কমিশনার জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।

জানাযার মাঠে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বিএসসি বহু প্রতিভার অধিকারী বরণ্য ব্যক্তিত্ব ছিলেন। ‘আমৃত্যু ছিলেন গণমানুষের পাশে। একজন পরিচ্ছন্ন রাজনীতি ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জনগনের সেবায় নিয়োজিত রেখেছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। তার শূন্যতা কখনো পূরণ হওয়া। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

 

পাঠকের মতামত: