ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সবুজ আন্দোলনের সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক :: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে “পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে। এতে সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান বস্তুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান অতিথি বাপ্পি সরদার তাঁর বক্তব্যে বলেন, “সবুজ আন্দোলন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। খুব দ্রুত সবুজ আন্দোলন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। আমরা চাই প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন উপকরণ প্রদান, ছাত্রদের অধিকার নিশ্চিতকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা প্রদান, মেধাবৃত্তি চালু, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু, সবুজ আন্দোলন কর্নার প্রতিষ্ঠা এবং পরিবেশ বিপর্যয় নিয়ে সভা সেমিনার আয়োজন করা। আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টার মাধ্যমেই জলবায়ু ঝুকিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ প্রচার সম্পাদক আতাউল গনি লাভলু, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী, এম শাহীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক, মির্জা আনোয়ার পারভেজ, ছাত্র পরিষদ নেতা আশরাফুল ইসলাম খান, ফকির আল মামুনসহ মহানগর নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: