ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

চকরিয়া গ্রামার ও হালকাকারা প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধনে -সাঈদী

এম.জিয়াবুল হক, চকরিয়া :: বছরের প্রথমদিন গতকাল ১ জানুয়ারী শুক্রবার চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা জনপদে অবস্থিত সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব কর্মসুচি পালিত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীরা ২০২১ সালের নতুন পাঠ্যবই হাতে পেয়েছে। আর নতুন পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে পঞ্চমুখ শিক্ষার্থী-অভিভাবক মহল।

সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এদিন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত জাকিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কমিটির সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আবু জাফর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ, শওকত ওসমান, মিত্রা সেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ছেনুয়ারা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় কমিটি, সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।

একইদিন চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অধ্যাপক আবু নঈম আজাদ, অধ্যাপক বশির আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় কমিটি, সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।

বই বিতরণ উৎসবে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে ব্যাপক পরির্বতন ঘটেছে। মানসম্মত শিক্ষা বিকশিত হওয়ার ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা মেধাবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। সরকার প্রধানের সদিচ্ছার কারনে বাংলাদেশে শিক্ষাখাতসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে বিশাল সাফল্য অর্জন করেছে। এই অর্জন অব্যাহত রাখতে হলে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার মান আরো বাড়াতে হবে। #

 

পাঠকের মতামত: