ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

উপজেলা প্রশাসনের শোক ও সমবেদনা

চকরিয়া ইউএনও অফিসের প্রধান সহকারি সামশুল হুদা সিদ্দিকীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের প্রধান সহকারী সামশুল হুদা সিদ্দিকী আর নেই। সোমবার ২১ ডিসেম্বর বেলা ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সামশুল হুদা সিদ্দিকীর গায়ে জ্বর, ব্যাথা সহ করোনার লক্ষণ দেখা দিলে গত ১৯ ডিসেম্বর তাকে চট্টগ্রাম নিয়ে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেখানে তার ফুসফুস ইনফেকশন সনাক্ত করা হয়। সোমবার সকাল থেকে সামশুল হুদা সিদ্দিকীর অবস্থা সংকটাপন্ন হয়ে যায়। পরে বেলা ২ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মরহুম সামশুল হুদা সিদ্দিকী কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সদরের বশরত আলী পরিবারের সন্তান মৃত সাহেব মিয়ার পুত্র। মৃত্যুকালে সামশুল হুদা সিদ্দিকী স্ত্রী, এক মেয়ে ২ পুত্র সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন পেকুয়া ইউএনও অফিসে কর্মরত থাকার পর কিছুদিন আগে চকরিয়া ইউএনও অফিসে বদলী হন।

সামশুল হুদা সিদ্দিকীর মরদেহ চট্টগ্রাম থেকে সন্ধ্যায় কুতুবদিয়া আনা হয়। কুতুবদিয়া উপজেলা পরিষদ সংলগ্ন জামে মসজিদ মাঠে সোমবার ২১ ডিসেম্বর রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী এহসানুল করিম জানিয়েছেন।

চকরিয়া উপজেলা প্রশাসনের শোক :

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের প্রধান সহকারী সামশুল হুদা সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ আসনের সাংসদ আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। এছাড়াও শোক জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন নেতৃবৃন্দ।

 

পাঠকের মতামত: