ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

গজালিয়া-ভোমরিয়াঘোনা সংযোগ সড়কে নদীতে ফুটব্রীজ নির্মানের দাবী এলাকাবাসীর

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  কক্সবাজার সদরের ইসলামাবাদ গজালিয়া আর ঈদগাঁও ভোমরিয়া ঘোনা নদীর উপর ব্রীজ না থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত চলাচলরত লোকজন। ফুটব্রীজ নির্মানের দাবী এলাকাবাসীর।

কিছুদিন পূর্বেই উক্ত স্থানে অস্থায়ী সাঁকো নির্মান করে চমক সৃষ্টি করে গজালিয়ার মানবসেবা মুলক সংগঠন জিএসবি গ্রুপের সমাজ কল্যাণ সম্পাদক, পথশিশু ব্লাড এসোসিয়েশনের সদস্য মো: জালাল উদ্দীনের একক প্রচেষ্টায়। এলাকাবাসীসহ শুভাকাংখীদের একান্ত সহযোগিতায় গজালিয়া-ভোমরিয়াঘোনা সংযোগ সড়কে এই সাঁকো নির্মাণ। লোকজন সাঁকো দিয়ে চলাচল করতে পেরে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।

এ স্থানে দীর্ঘবছর ধরে ব্রীজ না থাকায় শিক্ষার্থীরা দূর দুরান্ত চলাচল করে পড়ালেখা করে যাচ্ছেন, রোগীদের যাতায়াতে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে ও কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য নিতে কষ্ট পাচ্ছে স্থানীয়রা।

স্থানীয় এলাকার লোকজন, উক্ত স্থানে একটি ফুটব্রীজ নির্মান করার জন্য সাংসদ সাইমুম সরওয়ার কমলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানান।

স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম জানান, এ সংযোগ সড়কে একটি ফুটব্রীজ দিয়ে লোকজন যাতায়াতের সূর্বণ সুযোগ সৃষ্টি করা হউক।

পাঠকের মতামত: