ঢাকা,বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

চকরিয়ায় জাতীয় পাটির কর্মীসভায় সাবেক এমপি হাজি ইলিয়াছ

পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীর বিজয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে তৃণমুলে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় পাটির (এরশাদ) মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভার ফুলতলাস্থ দি কিং অব চকরিয়া কমিউনিটি সেন্টারের হলরুমে শনিবার ৭ নভেম্বর সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, পেকুয়া উপজেলা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশনেন।

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ।

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আমিন ভুট্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা কৃষক পাটির সভাপতি মোশারফ হোসেন দুলাল, কেন্দ্রীয় মহিলা পাটির ধর্মসম্পাদক ও কক্সবাজার জেলা মহিলা পাটির সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছমাউল হুসনা।

বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন, উপজেলা সহ-সভাপতি মাস্টার অং কেছিং, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদারুল করিম, সাবেক সভাপতি দেলোয়ার করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি আবু ছাদেক, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভাপতি আমাতুর নাহার হীরা, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভাপতি হুমায়রা বেগম।

অনুষ্ঠিত কর্মীসভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন চকরিয়া উপজেলা যুব সংহতির সভাপতি বেলাল উদ্দিন, ডুলাহাজারা জাতীয় পাটির সভাপতি মুবিন, বমুবিলছড়ি সভাপতি নাজিম উদ্দিন, বদরখালী সভাপতি শওকত আলী চৌধুরী, চিরিঙ্গা সভাপতি মোজাম্মেল হক, কাকারা সভাপতি রকিব, হারবাং সহ-সভাপতি মৌলভী আইয়ুব, সাংগঠনিক সম্পাদক মুজিব, কৈয়ারবিল সভাপতি নাছির উদ্দিন, চকরিয়া পৌরসভা কমিটির রেজাউল করিম, আবুল কাশেম, নাজেম উদ্দিন, ফকির মোহাম্মদ, মনু, বদরু, আবু তাহের, নাছির উদ্দিন, বদরখালী ইউনিয়ন কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন, ঢেমুশিয়া সভাপতি রুহুল কাদের, সম্পাদক বখতিয়ার উদ্দিন, কোনাখালী সভাপতি মৌলভী আক্তার, পুর্ববড় ভেওলা সভাপতি নাজেম উদ্দিন, বিএমচর সভাপতি বদিউল আলম, সাহারবিল সভাপতি মুসলিম উদ্দিন, মাতামুহুরী উপজেলার সাংগঠনিক সম্পাদক জুনাইদ, উজানটিয়া সভাপতি আবু বক্কর, মগনামা সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, টইটং সভাপতি আবদুল খালেক, পেকুয়া উপজেলা মহিলা পাটির নেত্রী শাহীন, তাহেরা বেগম, দিলদার বেগম প্রমুখ।

প্রধান অতিথি সাবেক এমপি হাজি ইলিয়াছ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু সব সরকারের আমলের চেয়ে জনগনের কল্যাণে উন্নয়ন খাতে জাতীয় পাটি অগ্রনী ভুমিকা পালন করেছে। আমার দায়িত্ব পালনকালীন সময়ে উন্নয়নের চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদকে ঢেলে সাজানো হয়েছে। তাই বলবো উন্নয়নে ভরপুর একটি সম্পৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের কোন বিকল্প নেই।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে তৃণমুলে জাতীয় পাটির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ##

পাঠকের মতামত: