ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মহেশখালীকে পরাজিত করে স্বাগতিক ঈদগাঁও ফাইনালে

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও :: দীর্ঘ প্রতিক্ষার পর ঈদগাঁও কলেজ মাঠের বঙ্গবন্ধু স্টেডিয়াম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে নক আউটের খেলা জাতীয় সংগীত আর আতশবাজির মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

৬ই নভেম্বর বিকেলে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও স্পেশাল পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।
উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও আইনজীবি একরামুল হুদা। অন্য দের মাঝে ছিলেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মেম্বার আবদু রাজ্জাক, ঈদগাঁও ইউপি সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন, কক্সবাজার প্রতিদিন স্টাফ রিপোটার এম আবুহেনা সাগর, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল আজম খোকন, ঈদগাঁও যুবলীগের সাধারন সম্পাদক রাসেল উদ্দিন রাসেল।

টুনামেন্ট পরিচালনা কমিটির ম্যাচ কো-অর্ডিনেটর ঈদগাহ আদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খান, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ কবির, সভাপতি নাদেরু জ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, প্রধান সমন্বয়ক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শিক্ষক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ।

মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত টুনামেন্টের মহেশখালী কে পরাজিত করে স্বাগতিক ঈদগাঁও ফুটবল একাডেমী ফাইনালে।  টানটান উত্তেজনা মুখর এই খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

পাঠকের মতামত: