ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

মহেশখালী চ্যানেলে ২০ টি বিহিঙ্গি জাল ও ৫ হাজার ফিট চরজাল পুড়িয়ে ধ্বংস

আতিকুর রহমান মানিক ::  মহেশখালী চ্যানেলে যৌথ অভিযানে ২০ টি নিষিদ্ধ বিহিঙ্গি জাল এবং ৫ হাজার ফিট চরজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান খাঁন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা অভিযানে আদিনাথ জেটি সংলগ্ন সাগর চ্যানেল ও ছোট মহেশখালীর মুদির ছড়া খালে পাতানো অবস্থায় ২০ টি অবৈধ বিহিঙ্গি জাল এবং ৫ হাজার ফিট নিষিদ্ধ চরজাল জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলো পরে উপজেলা সদরের গোরকঘাটা ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।
কিন্তু গোরকঘাটা জেটি সংলগ্ন এলাকা, হামিরদিয়া সংলগ্ন চর ও আরো বেশ কিছু স্থানে অনেক চরজাল পাতা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে কোস্টগার্ড পেটি অফিসার এস এন ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

পাঠকের মতামত: