ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

কুতুবদিয়ায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কুতুবদিয়া সংবাদদাতা ::  কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন,উচ্চমাধ্যমিক,মাধ্যমিক,মাদরাসা,প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে শোক দিবসের কর্মসূচী পালন করে। কুতুবদিয়া উপজেলা প্রশাসন যথাযথ কর্মসূচী অনুয়ায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফরিদুল ইসলাম চৌধূরী,ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ হেলাল চৌধূরী,ওসি শফিকুল আলম চৌধূরী, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ,পুলিশ,আ’লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন সংগঠন অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবিতে পুষ্পঅর্পন,উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পঅর্পণ,মসজিদে কোরআনে খতম,দোয়া মাহফিল, উপজেলা আ’লীগের নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পৃথক পৃথকভাবে হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নির্ধারিত কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করেন।
কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে বড়ঘোপ বাজারস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে পৃথকভাবে কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের মাঠে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের এডহক কমিটির যুগ্ন আহবায়ক মুসলেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহসহ উপজেলা,ইউনিয়ন,আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: